twitter



চুরির অপরাধে আসামিকে দণ্ড দেওয়ার আগে বিচারক জিজ্ঞেস করলেন, তোমার কিছু বলার আছে?
আছে স্যার, আমাকে কেন দণ্ড দিচ্ছেন? দোষ তো আমি করিনি, করেছে আমার হাত। সে শরীরের অন্য অংশগুলোর অমতে জানালা দিয়ে নিজেকে গলিয়ে ঘুমন্ত মেয়েটার গলা থেকে সোনার হারটা তুলে নিয়েছে। শরীরের অন্য অংশ তো এর জন্য দায়ী হতে পারে না! তারা কেন শাস্তি পাবে?
খাঁটি কথা, বিচারক মুচকি হেসে বললেন, ঠিক আছে আমি তোমার ওই হাতকে ছমাসের কারাদণ্ড দিচ্ছি। শরীরের অন্য অংশের যাওয়ার দরকার নেই।
ধন্যবাদ স্যার, এই বলে আসামি ওর কাঠের হাতটি খুলে টেবিলে রেখে বাকরুদ্ধ বিচারককে বলল, এই রইল হাত। ছমাস পরে এসে নিয়ে যাব স্যার!

0 comments:

Post a Comment