twitter

ব্যাটসম্যান, ক্রিকেটার এবং ক্রিকেট-সংশ্লিষ্ট কতজন যে ক্রিকেট নিয়ে কত মজার মজার কথা বলেছেন তার ইয়ত্তা নেই। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সেসব নিয়েই আমাদের এই ধারাবাহিক আয়োজন।
 বলটা এত উঁচুতে উঠেছিল যে সেটা একজন এয়ার হোস্টেসকে সঙ্গে করে নিচে নামতে পারত।
নবজোত সিং সিধু
ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার


 ব্যাটসম্যান বল পেটানোর জন্য জায়গা বানালেন এবং বলটিকে উইকেটকিপারের কাছে যেতে দিলেন।
কপিল দেব
ভারতীয় সাবেক ক্রিকেটার
 তাদের পারফরম্যান্স সম্পর্কে কোমল ভাষায় যা বলা যায়, তা হলো ‘বাজে’। আপনি চাইলে আরও কঠিন ভাষা ব্যবহার করতে পারেন।
রিচি বেনো
অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার
 ইংলিশ ক্রিকেটের আসল লক্ষ্য হলো অস্ট্রেলিয়াকে হারানো।
জিম লেকার
ইংলিশ সাবেক ক্রিকেটার
 অসিরা বিশালাকার এবং তাদের ভেতরটা শূন্য। ঠিক তাদের দেশটার মতো।
ইয়ান বোথাম
ইংলিশ সাবেক ক্রিকেটার
 ইংল্যান্ডের মূল সমস্যা তিনটি—তারা ব্যাটিং করতে জানে না, বোলিং করতে জানে না, ফিল্ডিংও না।
মার্টিন জনসন
ইংলিশ খেলোয়াড়
 অনেক ইউরোপীয় (মূল ভূখণ্ডের) ভাবে যে জীবন একটি খেলা। আর ইংরেজরা ভাবে, ক্রিকেট একটি খেলা।
জর্জ মাইকস
হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ও হাস্যরসিক
 তুমি তোমার স্ত্রীকে কীভাবে বলবে যে তুমি জাস্ট একটি ক্রিকেট ম্যাচ খেলতে গিয়েছ, আর পাঁচ দিনের মধ্যে ফেরোনি?
রাফায়েল বেনিতেজ
ফুটবল কোচ, টেস্ট ক্রিকেট সম্বন্ধে বলতে গিয়ে
 আমার সব সময়ই মনে হয়, ক্রিকেট পিচ হলো বউয়ের মতো। কেমন হবে, তা আগেভাগে বোঝার উপায় নেই।
নবজোত সিং সিধু
ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার
 বল দেখতে পাও না? ওইটা দেখতে লাল রঙের, গোল আর পাঁচ আউন্স ওজন, বুঝেছ?
ইংলিশ ক্রিকেটার গ্রেগ টমাস সমারসেটের পরপর কয়েকটা বল ব্যাট ফাঁকি দিয়ে চলে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডস খেলতে পারেননি। তখন তিনি এ কথা বলেন।
থমাসের এ কথায় ভিভের মাথায় রক্ত চড়ল, পরের বলেই ছক্কা। সেটা এমনই ছক্কা যে একেবারে স্টেডিয়াম পার হয়ে পাশের নদীতে গিয়ে পড়েছিল। বল খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। তখন ভিভ রিচার্ডস থমাসকে বললেন, ‘গ্রেগ, তুমি তো জানো, বল দেখতে কেমন। যাও, খুঁজে নিয়ে এসো।’
 আমার মনে হয় সেলিম মালিকের ইঞ্চিতে ইঞ্চিতে ক্রিকেট মিশে আছে।
না খোদা ভাই, আমার মনে হয়, সেলিম মালিকের রোমে রোমে ক্রিকেট মিশে আছে।
ধারাভাষ্যকার খোদাবক্স মৃধা ও চৌধুরী জাফর উল্লাহ শরাফতের মধ্যে কথোপকথন

 ইংলিশ ব্যাটসম্যান অ্যালান ল্যাম্বকে বল করার আগে দক্ষিণ আফ্রিকান বোলার অ্যালান ডোনাল্ড হুঁশিয়ার করে দিলেন, ‘ল্যাম্বি, ড্রাইভ করতে চাইলে একটা গাড়ি ভাড়া করো গে, যাও।’ পরের বলেই চমৎকার একটা কাভার ড্রাইভ করেই জবাব দিলেন ল্যাম্ব, ‘যাও, এবার সেটা পার্ক করে এসো।’
 ইংল্যান্ডের এখানে কিছুই হারানোর নেই। শুধু এই টেস্ট ম্যাচটা বাদে।
ডেভিড লয়েড, সাবেক ইংলিশ ক্রিকেটার

 আমি সারা পৃথিবীতেই ব্যাট করেছি। অন্য দেশেও।
কিথ মিলার, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার

 আমি বলতে পারছি না আমি খারাপ ব্যাটিং করেছি। কারণ, খারাপ করার মতো যথেষ্ট সময় ধরে আমি মাঠে টিকতেই পারিনি।
গ্রেগ চ্যাপেল, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার

 ফিল টাফনেল বল করলে ইংল্যান্ডের সুবিধাই হয়। কারণ, বোলিংয়ের সময় সে ফিল্ডিং করে না।
ইয়ান চ্যাপেল, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার

 আজকাল ব্যাটসম্যানরা মাঠে নামার সময় এত বেশি প্রটেকশন নিয়ে নামে যে আমি পশ্চাদ্দেশ দেখে সবাইকে চিনি।
ব্রায়ান জনস্টন, ধারাভাষ্যকার

 নব্য ক্রিকেটার যারা শুনছো তাদের জিজ্ঞেস করছি, তোমাদেরও কি কোনো কুসংস্কার আছে? এই যেমন এক পায়ে আগে প্যাড পরা, তারপর অন্য পায়ে?
টনি লুইস, সাবেক ইংলিশ ক্রিকেটার

 এখানে আঘাত করে কিছুই হবে না। কারণ, এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কিছুই নেই।
মাথায় বলের আঘাত লাগার পর ডেনিস লিলির উদ্দেশে সাবেক ইংলিশ ক্রিকেটার ডেরেক র্যান্ডাল

 আমি সবচেয়ে বাজে পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রেখেছি। অবশ্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
মন্টি পানেসার, ব্রিটিশ-ভারতীয় ক্রিকেটার

 বলের ওপর তার অদ্ভুত নিয়ন্ত্রণ। বল মারার আগমুহূর্ত পর্যন্ত।
পিটার ওয়াকার, সাবেক ইংলিশ ক্রিকেটার

 শচিনকে কখনো খারাপ বল করতে নেই। কারণ খারাপ বলগুলোর ভেতর থেকে তুলনামূলক ভালো বলটাকে সে চার মারবে।
মাইকেল কাচপ্রোভিচ, অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার

 একটা টেস্ট ম্যাচে শেন ওয়ার্ন অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলেন অর্জুনা রানাতুঙ্গাকে প্রলুব্ধ করতে যাতে তিনি ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন ও শট খেলার চেষ্টা করেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না, রানাতুঙ্গা অবিচল ক্রিজে দাঁড়িয়ে ডিফেন্স করেই যাচ্ছেন। পেছন থেকে তাই ইয়ান হিলি বললেন, ‘ওহে ওয়ার্নি, বলটা যেখানে ফেলছো, সেখানে বরং একটা মারস চকলেট রেখে দাও, তাইলেই হয়তো ভোটকা খাদকটা ক্রিজ ছেড়ে বেরিয়ে আসতে পারে!’
 
 ক্রিকেট খেলাটা আর একটু মজার হলে ভালো হয়। আমার মনে হয় ক্রিকেটারদের ম্যাচের পরে নয়, আগেই পান করতে দেওয়া উচিত। আমাদের পিকনিকের সময় ক্রিকেট ম্যাচগুলো এভাবেই জমে ওঠে।
পল হোগান, মার্কিন অভিনেতা।
 …এবং স্কোর শূন্য। ঠিক কেবল পাড়া একটা ডিমের মতো নিষ্পাপ।
সিধু, সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
 শ্রীলঙ্কার স্কোর বোর্ড ভারতীয় ট্যাক্সিমিটারের মতো দৌড়াচ্ছে।
সিধু
ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
 ওহে টাফনেল, আমরা কি তোমার ব্রেনটা ধার নিতে পারি? আমরা একটা গর্দভ বানাচ্ছি।
ফিল টাফনেলের উদ্দেশে জনৈক দর্শক।
 এগিয়ে আসছেন ফ্লিনটফ। তাঁর ছায়া পেছনে। আর কোথায়ই বা যাবে?
হেনরি ব্লোফেল্ড, সাবেক ক্রিকেটার ও ক্রীড়াসাংবাদিক।
 ইংরেজরা জাতি হিসেবে তেমন ধার্মিক নয়। অনন্তকাল সম্পর্কে ধারণা পাওয়ার জন্যই তারা ক্রিকেট খেলা আবিষ্কার করেছে।
জর্জ বার্নার্ড শ, সাহিত্যিক।
 একদিনের ক্রিকেট হলো প্রদর্শনী। টেস্ট ক্রিকেট হলো পরীক্ষা।
হেনরি ব্লোফেল্ড।
 মাত্র একটা ম্যাচ খেলার জন্য আমি অস্ট্রেলিয়ায় যাব না। ক্রিকেট বোর্ডকে আমার সিদ্ধান্তের কথা জানাইনি। তার প্রয়োজন নেই। কারণ, তারা আমাকে এখনো জানায়নি আমি নির্বাচিত হয়েছি কি হইনি।
ইনজামাম-উল হক, পাকিস্তানি সাবেক ক্রিকেটার।
 চমৎকার! এই পিচ গাজর চাষের জন্য বেশ উপযোগী।
অ্যান্ডি অ্যাটকিনসন আইসিসির গ্রাউন্ড পরিদর্শক, বারমুডার নতুন পিচ সম্পর্কে।
 দর্শক আমার ব্যাটিং দেখতে এসেছে, তোমার বোলিং নয়।
প্রথম বলেই বোল্ড আউট হওয়ার পর স্টাম্প ঠিক করতে করতে ডব্লিউ জি গ্রেস, ইংরেজ সাবেক ক্রিকেটার।
 টসে জিতলে প্রথমে ব্যাট করুন। যদি সন্দেহ থাকে, আগে চিন্তা করুন, তারপর ব্যাট করুন। সিদ্ধান্ত নিতে না পারলে কোনো সতীর্থের সঙ্গে কথা বলুন এবং ব্যাট করুন।
ডব্লিউ জি গ্রেস, ইংরেজ সাবেক ক্রিকেটার।
 শ্রীকান্ত নিরামিষভোজী। তার মুখে মাছি ঢুকে গেলে সে সমস্যায় পড়বে।
সুনীল গাভাস্কার, ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
 বিশ্বাস করুন আর না-ই করুন, স্লো মোশনে বলটা আরও বেশি সময় ধরে বাতাসে ভাসছিল।
ডেভিড অ্যাকফিল্ড, ইংরেজ সাবেক ক্রিকেটার।
 দিনে ২০টি সিগারেট খেয়ে কারও পক্ষে জোরে বল করা সম্ভব নয়।
ইংরেজ সাবেক ক্রিকেটার ফিল টাফনেল, স্পিনার হলেন কেন—এমন প্রশ্নের জবাবে।

0 comments:

Post a Comment