ট্রেনে করে যাচ্ছিলাম মোহনগঞ্জ। যা-তা অবস্থা ট্রেনের। রাতের জার্নি। অন্ধকারে বসে আছি। হঠাৎ হাউকাউ শুরু হয়ে গেল। কী ব্যাপার? ব্যাপার দেখি, জানালা নিয়ে দুই যাত্রীর মধ্যে লেগে গেছে! একজন জানালা খোলা রাখতে চাইছে, একজন বন্ধ রাখতে চাইছে; একজন হুট করে লাগাচ্ছে, আরেকজন হুট করে খুলে ফেলছে। মহা গ্যাঞ্জাম! গোলমাল দেখে টিটি এলেন। নির্বিকার মুখে টর্চ জ্বালিয়ে জানালায় ধরলেন। সবাই হতবাক হয়ে দেখল, যে জানালা নিয়ে এত কাণ্ড, সেটাতে কোনো কাচই নেই!
ট্রেনে করে যাচ্ছিলাম মোহনগঞ্জ। যা-তা অবস্থা ট্রেনের। রাতের জার্নি। অন্ধকারে বসে আছি। হঠাৎ হাউকাউ শুরু হয়ে গেল। কী ব্যাপার? ব্যাপার দেখি, জানালা নিয়ে দুই যাত্রীর মধ্যে লেগে গেছে! একজন জানালা খোলা রাখতে চাইছে, একজন বন্ধ রাখতে চাইছে; একজন হুট করে লাগাচ্ছে, আরেকজন হুট করে খুলে ফেলছে। মহা গ্যাঞ্জাম! গোলমাল দেখে টিটি এলেন। নির্বিকার মুখে টর্চ জ্বালিয়ে জানালায় ধরলেন। সবাই হতবাক হয়ে দেখল, যে জানালা নিয়ে এত কাণ্ড, সেটাতে কোনো কাচই নেই!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: