twitter


সিরাজদ্দৌলা নাটকটি মঞ্চস্থ হবে। নাটকের পরিচালক নরেশ বিশ্বাস। নায়ক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিচালক তখন সিদ্ধান্ত নিলেন, তাঁর বন্ধুকে দিয়ে নাটক করাবেন। কিন্তু তাঁর বন্ধু কখনো অভিনয় করেননি। নরেশ বিশ্বাস অনেক বুঝিয়ে তাঁর বন্ধুকে রাজি করালেন এবং ভালো করে সব সংলাপ শিখিয়ে দিলেন। কিন্তু তাঁর বন্ধু মঞ্চে উঠে এত দর্শক দেখে সব ভুলে গেলেন। তার পরও নরেশের আশ্বাসে তিনি সংলাপ বলতে লাগলেন।

‘বাংলা, বিহার, উড়িষ্যা,
বন্ধু নরেশ্যা,
তোরে বলেছি আমারে মঞ্চে উঠায়চ্ছ্যা,
হাঁটু কাঁপে পর্দা টান’-
এই বলে তিনি কাঁপতে কাঁপতে পড়ে গেলেন।

1 comments:

  1. Anonymous
    September 18, 2011 at 4:25 AM Reply To This Comment

    Jotil

Post a Comment